Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৩ ১৭:৩৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ২১:৩০

ঢাকা : ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়ানো হয়েছে। ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন ব্যক্তি করদাতারা।

অন্যদিকে কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমার সময় বাড়িয়ে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. মহিদুল ইসলাম চৌধুরী সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যক্তিশ্রেণির করদাতাদের ৩০ নভেম্বর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল। আর কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমার নির্ধারিত সময় ছিল ২০২৪ সালের ১৫ জানুয়ারি। উভয়ক্ষেত্রে এই দুই ক্ষেত্রেই রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে।

সারাবাংলা/জিএস/এনইউ

আয়কর টপ নিউজ রিটার্ন

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর