Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ইইউর প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৩ ১৭:১৬ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ১৭:৫৬

ঢাকা: দ্বাদশ জাতীয় নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের কারিগরি দল ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত জুলাইয়ে জাতীয় নির্বাচনের পরিবেশ ও নির্বাচন–পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইইউর প্রাক-নির্বাচন পর্যবেক্ষক একটি দল বাংলাদেশ সফর করে। সফর শেষে তারা নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়, বাজেট সংকটের কারণে বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানো সম্ভব হচ্ছে না। তবে চার সদস্যের একটি অভিজ্ঞ কারিগরি দল বাংলাদেশে পাঠাচ্ছে ইইউ। দলটি বাংলাদেশে দুই মাস অবস্থান করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, চার সদস্যের প্রতিনিধি দলটি ভোট পর্যবেক্ষণ করবে। তারা নির্বাচন শেষে একটি প্রতিবেদনও দাখিল করবে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকেলে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের মিশনের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে করছে। বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

এই প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন, বাংলাদেশে ইইউ ডেপুটি হেড অব মিশন ড. বার্ন্ড স্প্যানিয়ার, প্রতিনিধিদলের পলিটিক্যাল অফিসার সেবাস্তিয়ান রিগার-ব্রাউন, বাংলাদেশে সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস, ইতালীয় রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন গিলাউম অড্রেন ডি কেরড্রেল, জার্মান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন, ও চার্জ ডি’অ্যাফেয়ার্স জান জানস্কি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই/এনইউ

ইইউ টপ নিউজ ঢাকা নির্বাচন পর্যবেক্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর