শরিক হলেও নির্বাচনে জিততে হবে: ওবায়দুল কাদের
২৯ নভেম্বর ২০২৩ ১৫:৩৪ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ১৭:৫৬
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন বণ্টনের বিষয় পারস্পরিক সমঝোতার বিষয়। মোস্ট ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি নির্বাচনে জেতার মত ইলেকট্রেবল কি না? শরিক হলেও আপনাকে নির্বাচনে জিততে হবে। আপনি শরিক এজন্য আপনাকে আসন দিয়ে হারবো, সেটা তো হবে না।’
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ এবার শরিকদের আসনেও নিজ দলের প্রার্থিতা ঘোষণা করেছে। সে ক্ষেত্রে এবার জোট শরিকদের আসন সমঝোতার ক্ষেত্রে পুরাতন আসন না নতুন কোনো আসনে সমঝোতা হবে কি না, এমন প্রশ্নে
ওবায়দুল কাদের এসব কথা বলেন।
‘আপনাকে তো জিততে হবে, সে বিষয়টা নাম্বার ওয়ান। শরিক হলেই যে দিতে হবে এমন না। ওনি (শরিক দলের প্রার্থী) ইলেকশনে জেতার অবস্থায় নেই, ওনার সেরকম জনসমর্থন নেই; তাহলে আপনি শরিক এজন্যই দিয়ে হারবো? সেটা তো হবে না,’ বলেন ওবায়দুল কাদের।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/এমও