Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৪ ফিলিস্তিনি সাংবাদিককে আটক করেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩ ১২:৪২ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ১৪:৩৩

বর্তমানে অন্তত ৪৪ জন ফিলিস্তিনি সাংবাদিক ইসরাইয়ের হাতে আটক আছেন এবং তাদের মধ্যে ২৯ জনকে গত ৭ অক্টোবরের পর আটক করা হয়েছে। ফিলিস্তিনের স্থানীয় একটি সাংবাদিক সংগঠনের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

প্যালেস্টেনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেট (পিজেএস) মঙ্গলবার (২৮) এক বিৃবতিতে বলেছে, বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ইসরাইলি দখলদার বাহিনী আটক ১২ সাংবাদিককে মুক্তি দিয়েছে।

২৯ জন সাংবাদিক এখনো আটক আছেন, আর ১৫ জন ইতোমধ্যে ইসরাইলের কারাগারে বন্দী অবস্থান দিন কাটাচ্ছেন বলেও  বিবৃতিতে বলা হয়।

পিজেএস তাদের বিবৃতিতে ইসরাইল কর্তৃক আটক ২৯ জন সাংবাদিকের নামের তালিকা প্রকাশ করেছে, যাদের বেশিরভাগই প্রশাসনিক গ্রেফতারের শিকার, অর্থাৎ কোনো বিচার বা অভিযোগ ছাড়াই তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরাইলি বোমা হামলায় নিহত ৭০ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীর নামও প্রকাশ করেছে পিজেএস। গত শনিবার নিহত সাংবাদিকের তালিকাটি প্রকাশ করা হয়।

নিহত সাংবাদিকদের তালিকায় রয়েছেন টেকনিশিয়ান, ক্যামেরাম্যান, সম্পাদক ও অনুসন্ধানী সাংবাদিক। এর বাইরেও ইসরাইলের হামলায় লেবাননেও ৩জন সাংবাদকি নিহত হয়েছেন।

অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ছয় হাজার ১৫০ শিশু ও ৪ হাজার নারীসহ ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

সারাবাংলা/ইআ

ইসরাইল-হামাস ফিলিস্তিনি সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর