‘বিএনএম’ থেকে নির্বাচন করবেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী
২৮ নভেম্বর ২০২৩ ২২:১৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ২২:২২
বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সংগীতশিল্পী ডলি সায়ন্তনী নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন। দলটি থেকে তিনি ‘পাবনা-২’ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর এবং মহাসচিব মো. শাহজাহানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন তিনি। তবে গত রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন ডলি সায়ন্তনী।
নির্বাচন করা প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘এ দল থেকে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তাব করা হয়। এরপরে চিন্তা করলাম, প্রস্তাবটি মন্দ নয়। আমি যদিও এর আগে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় হয়ে কাজ করিনি। রাজনীতির মাঠে আমি একেবারেই নতুন মুখ। আশা করছি, সুষ্ঠ ও অবাধ নির্বাচন হলে আমি জয়ী হবো।’
বিএনএম-এর দলীয় প্রতীক হলো নোঙর। ডলি বিশ্বাস করেন, এই প্রতীক নিয়ে তিনি জয়লাভ করবেন। তিনি বলেন, ‘পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই। এবারই প্রথম কোনো রাজনৈতিক দলে যোগ দিলাম।’
সারাবাংলা/এজেডএস