মনোনয়ন পেয়ে শাহজালাল-শাহপরাণ মাজার জিয়ারত করলেন পররাষ্ট্রমন্ত্রী
২৮ নভেম্বর ২০২৩ ২১:৩৫ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ০১:৩১
ঢাকা: সিলেটে হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)- এর মাজার জিয়ারত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মী ও দলীয় সমর্থকেরা তাকে ফুলেল শুভেচ্ছা জানালে তিনি সবার দোয়া চান।
পররাষ্ট্রমন্ত্রী সবার উদ্দেশে বলেন, দল এবং আমার সভানেত্রী আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমি আপনাদের দোয়া চাই, যাতে নির্বাচনে জয়ী হয়ে সিলেটবাসীর সেবায় আন্তরিকভাবে কাজ করতে পারি। নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরে বিমান বন্দর থেকে তিনি হযরত শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারে যান। সেখানে মাজার জিয়ারত ও দোয়া প্রার্থনা করেন।
সারাবাংলা/জেআর/এনইউ