Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানে ইয়ারফোন দিয়ে রেললাইনে, ট্রেনের ধাক্কায় এনজিওকর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৩ ১৭:৪২

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় নুর-ই-আলম তৈমুর (৪৫) নামে এক এনজিওকর্মির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুরগামী মহনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। তিনি ‘সেভ দ্য চিলড্রেন’ নামে এক এনজিওতে চাকরি করতেন।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তৈমুর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে খিলক্ষেত বেপারীপাড়া এলাকায় থাকতেন এবং গুলশানে ‘সেভ দ্য চিলড্রেন’ নামের এনজিওতে কর্মরত ছিলেন।

তিনি জানান, পরিবারের সদস্যদের মাধ্যমে জানা গেছে, বাসা থেকে গুলশান অফিসে যাচ্ছিলেন। এ সময় খিলক্ষেত রেলগেট এলাকায় আসলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। আশেপাশের লোকজনদের সাথে কথা বলে জানা যায়, ঘটনার সময় ওই ব্যক্তির কানে হেডফোন লাগানো ছিল। ট্রেন আসতে দেখে অনেকেই তাকে ডাকাডাকি করলেও তিনি শুনতে পাইনি।

এসাই সুনীল চন্দ্র জানান, ওই ব্যক্তির কাছে থাকা আইডি কার্ড দেখে অফিসে যোগাযোগ করা হয়। পরে তার স্বজনরা ঘটনাস্থলে আসেন। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ

এনজিওকর্মী খিলক্ষেত টপ নিউজ ট্রেন ধাক্কা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর