Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবিয়া থেকে ফিরল আটক ১৪৩ বাংলাদেশি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৩ ১৭:০৪

ঢাকা: লিবিয়ার রাজধানী ত্রিপোলির ডিটেনশনে থাকা ১৪৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বুরাক এয়ারের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে ফিরে আসার পর প্রত্যেক বাংলাদেশিকে বাড়ি ফেরার খরচ হিসেবে পাঁচ হাজার ৮৯৬ টাকা করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের চেষ্টা এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার (আইওএম) আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ২৯ নভেম্বর ও ৫ ডিসেম্বর আরও ৩৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে বাংলাদেশে ফেরত আনা হবে।

সারাবাংলা/জেআর/এনইউ

১৪৩ টপ নিউজ বাংলাদেশি লিবিয়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর