Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে ট্রলিচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৩ ১৫:৪২

মানিকগঞ্জ: ঘিওরে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে আসিবুল (২২) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলাধীন তেরশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা ট্রলির চালক ও মোটরসাইকেল চালককে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। নিহত মোটরসাইকেল চালক মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আসিবুল।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান জানান, ঘিওর উপজেলার তেরশ্রী এলাকায় সকালে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ট্রলি জব্দ করে ঘিওর থানা পুলিশ হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/আরএ/এমও

দুর্ঘটনা মানিকগঞ্জ মোটরসাইকেল চালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর