Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বতন্ত্র প্রার্থীদের বিষয়টি ফ্রি স্টাইল হবে না: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৩ ১৪:৪৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ১৭:৩৭

ফাইল ছবি

ঢাকা: দলীয় স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন ফ্রি স্টাইল হবে না, আমরা দেখি কারা কারা চাইছেন। সেটার উপর আমাদের একটা কৌশলগত সিদ্ধান্ত আছে।’

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

১৪ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের সঙ্গে অ্যালায়েন্স আছে, নির্বাচন জোটবদ্ধ হবে। তাদের কারা কারা প্রার্থী সেটা আমরা দেখি। আমাদের হাতে কিছু সময় আছে। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৭ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে আমরা অবজার্ভ করবো, মনিটর করবো, এডজাস্টমেন্ট করবো, একোমোডেটেড করবো। সেখানে যেটা প্রয়োজন সেটা আমরা করবো। স্বতন্ত্র প্রার্থীর বিষয়টাও ওইরকম। ডামি ক্যান্ডিডেটের বিষয়েও ব্যাপারটা এই রকম। ১৭ ডিসেম্বর তারিখের মধ্যে সবকিছু ফাইনাল হয়ে যাবে।’

স্বতন্ত্র প্রার্থী নিয়ে সারাদেশে ফ্রি স্টাইল শুরু হয়েছে এ বিষয়ে জানতে তিনি বলেন, ‘ফ্রি স্টাইল হবে না। আমরা দেখি কারা কারা চাইছেন। সেটার উপর আমাদের একটা সিদ্ধান্ত আছে। আমাদের একটা কৌশলগত সিদ্ধান্ত আছে। কাজেই এর মধ্যে আমরা এখানে পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন-সংশোধন একোমোডেশন সবকিছু আমরা করতে পারি।’

এক্ষেত্রে ভিন্ন ভিন্ন কৌশল থাকবে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘একটা দলের কৌশল তো থাকবেই। আমরা ইলেকশন করছি। আমরা একটা রাজনৈতিক দল, আমাদের কৌশলগত দিক তো থাকবেই।’

বিএনপিকে নির্বাচনে আনার কোনো কৌশল রয়েছে কিনা, এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘আনার কৌশল আমাদের নেই। তারা এলে আমাদের আপত্তি নেই, তারা এলে স্বাগত। শোনা যায় কেউ কেউ আসতে পারে, কেউ কেউ প্রস্তুতিও নিচ্ছেন নির্বাচনের। সেটা তো জমাদানের শেষ তারিখের মধ্যে পরিস্কার হয়ে যাবে। সবকিছু দেখে আমরা আমাদের কৌশল নির্ধারণ করবো।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সম্পাদক, অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েখা খানসহ অন্যরা।

সারাবাংলা/এনআর/এমও

ওবায়দুল কাদের টপ নিউজ ফ্রি স্টাইল স্বতন্ত্র প্রার্থী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর