বেশি বসবাস ঢাকায়, সবচেয়ে কম বরিশালে
২৮ নভেম্বর ২০২৩ ১৩:১৫ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ১৬:৩৫
ঢাকা: দেশের বর্তমান মোট জনসংখ্যার সবচেয়ে বড় অংশ বসবাস করে ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম বরিশাল বিভাগে। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পর চূড়ান্ত প্রতিবেদন উঠে এসেছে এই তথ্য।
বুধবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নিজেদের কার্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ প্রতিবেদন প্রকাশ করেছে।
জনশুমারির চূড়ান্ত প্রতিবেদনে বিভাগভিত্তিক জনসংখ্যা বিভাজনে দেখা যায়, বরিশাল বিভাগের বাসিন্দা সবচেয়ে কম ৯৩ লাখ ২৫ হাজার ৮২০ জন, চট্টগ্রাম বিভাগে তিন কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৬১২ জন। আর ঢাকা বিভাগে সর্বোচ্চ চার কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন
এছাড়া খুলনা বিভাগে এক কোটি ৭৮ লাখ ১৩ হাজার ২১৮ জন, ময়মনসিংহ বিভাগে এক কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৪৭২ জন, রাজশাহী বিভাগে দুই কোটি সাত লাখ ৯৪ হাজার ১৯ জন, রংপুর বিভাগে এক কোটি ৮০ লাখ ২০ হাজার ৭১ জন এবং সিলেট বিভাগে এক কোটি ১৪ লাখ ১৫ হাজার ১১৩ জন বসবাস করছেন।
দেশে বস্তি এলাকায় মোট জনসংখ্যা ১৭ লাখ ৩৬ হাজার ৩০২ জন। এর মধ্যে পুরুষ আট লাখ ৯৭ হাজার ৪০৩ জন, নারী আট লাখ ৩৮ হাজার ৪৪৩ জন। এ ছাড়া ভাসমান জনসংখ্যা ২২ হাজার ১৮৫ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার মধ্যে গ্রামে বসবাস করে ১১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৮০৪ জন, শহরে পাঁচ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ১০৭ জন। সে হিসাবে গ্রামের জনসংখ্যা শহরের চেয়ে দ্বিগুণেরও বেশি।
এদিকে দেশে মোট ৩৯ লাখ ৫০ হাজার ১৫৫টি পরিবার প্রবাসী আয় গ্রহণ করে। রেমিট্যান্স গ্রহণে এর মধ্যে সবচেয়ে এগিয়ে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগের ৪২ দশমিক ৪৩ শতাংশ লোক রেমিট্যান্স গ্রহণ করে।
স্বাধীনতার পর ১৯৭৪ সালে দেশে প্রথম জনশুমারি করা হয়। সে সময় জনসংখ্যা পাওয়া গিয়েছিল ছিল সাত কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৭১ জন। ১৯৮১ সালের শুমারিতে তা বেড়ে হয় আট কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জন। ১৯৯১ সালের শুমারিতে জনসংখ্যা পাওয়া যায় ১০ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৯৯২ জন।
সর্বশেষ ২০১১ সালের আদমশুমারি ও গৃহগণনা অনুযায়ী দেশের জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩ জন।
সারাবাংলা/জেজে/টিআর/এমও