দেশে সনাতন ধর্মাবলম্বী কমেছে
২৮ নভেম্বর ২০২৩ ১৩:০৭ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ১৪:৫৫
ঢাকা: দেশের বর্তমান মোট জনসংখ্যায় সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা কমেছে। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পর চূড়ান্ত প্রতিবেদন উঠে এসেছে এ তথ্য।
বুধবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নিজেদের কার্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ প্রতিবেদন প্রকাশ করেছে।
২০১১ সালে দেশের জনসংখ্যার ধর্মভিত্তিক বিভাজনে দেখা যায়, ২০১১ সালে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল ৮.৫৪ শতাংশ। এখন তা কমে দাঁড়িয়েছে ৭.৯৬ শতাংশে।
অন্যদিকে মুসলিম জনগোষ্ঠী ছিল ৯০.৩৯ শতাংশ। চূড়ান্ত প্রতিবেদনে এই হার বেড়ে হয়েছে ৯১.০৮ শতাংশ।
এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা শূন্য দশমিক ৬২ শতাংশ থেকে কমে হয়েছে শূন্য দশমিক ৬১ শতাংশ।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা শূন্য দশমিক ৩১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩০ শতাংশে। আর অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যা আগে ছিল শূন্য দশমিক ১৪ শতাংশ। এখন তা কমে হয়েছে শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ।
এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ৪৭৮ জন।
প্রতিবেদনে বলা হয়, দেশের আট কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা আট কোটি ৪১ লাখ ৩৪ হাজার তিনজন। তৃতীয় লিঙ্গের জনসংখ্যা আট হাজার ৭২৪ জন।
সব মিলিয়ে দেশের বর্তমান মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
সারাবাংলা/জেজে/টিআর/এমও