Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুনীর চৌধুরী ও মোহাম্মদ জাকারিয়া পদক’ প্রাপ্তদের নাম ঘোষণা

সারাবাংলা ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩ ১১:১৪

ঢাকা: শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে থিয়েটার প্রতি বছরের মতো এবারও ২০২৩ সালের পদক প্রাপ্তদের নাম ঘোষণা করেছে। সোমবার (২৭ নভেম্বর) এই পুরস্কার ঘোষণা করা হয়।

এবার মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন নাট্য নির্দেশক ও গবেষক কামালউদ্দিন নীলু এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পাচ্ছেন তরুণ নির্দেশক বাকার বকুল।

আইএফআইসি ব্যাংকের সৌজন্যে এ পদক দু’টির অর্থমূল্য যথাক্রমে পঞ্চাশ হাজার ও পঁচিশ হাজার টাকা।

১৯৮৯ সাল থেকে বাংলা নাটকে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে থিয়েটার প্রতি বছর একজন ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে মুনীর চৌধুরী সম্মাননা এবং ১৯৯৭ সাল থেকে প্রতি বছর একজন তরুণ নাট্যকর্মীকে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক দিয়ে আসছে।

২০২৩ সালের পদক প্রদান অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানানো হবে।

সারাবাংলা/এমও

মুনীর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া পদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর