Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলের ২ শীর্ষ নেতাকে বহিষ্কার করল বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৩ ১০:৫৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ১৩:১৬

ঢাকা: দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোমবার (২৭ নভেম্বর) মনোনয়নপত্র নেন সৈয়দ এ কে একরামুজ্জামান। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন।

আর শাহ মো. আবু জাফর ‘বিএনএমে’ যোগ দিয়েছেন। বর্তমানে তিনি দলটির ভারপ্রাপ্ত সভাপতি।

ফরিদপুর-১ আসন থেকে ১৯৭৯, ১৯৮৬, ১৯৮৮ এবং ২০০৫ সালে সংসদ সদস্য নির্বাচিত হন শাহ মো. আবু জাফর। এবার তিনি বিএনএম’র প্রার্থী হিসেবে ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ আসনে নৌকার প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

শাহ মো. আবু জাফর সারাবাংলাকে বলেন, ‘আমি তো বিএনপি ছেড়ে চলেই এসেছি। এখন বহিষ্কার করলেই কী, আর না করলেই কী? আমি ফরিদপুর-১ আসনে নোঙ্গর প্রতীকে নির্বাচন করব। আমার বর্তমান দল বিএনএম ৬০-৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।’

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক পুনঃপ্রতিষ্ঠার দাবিতে লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে দলটি। দলের এই সিদ্ধান্ত অমান্য করে যারা নির্বাচনে যাবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বিএনপি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

টপ নিউজ বহিষ্কার বিএনপি

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর