Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক বাসে ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে ৩ বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৩ ০১:২২

আগুনে পুড়ে যাওয়া বাস। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে আগুন লেগে তিনটি বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই একটি বাস পুড়ে ছাই হয়েছে। আগুনে কেউ হতাহত হয়নি।

সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তুহিন পরিবহনের একটি বাসের ছাদে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত। সে আগুন মুহূর্তের মধ্যে পাশের দুটি বাসে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানিয়েছে, একটি বাসের ভেতরে আগুন লেগে যাওয়ায় তা পুড়ে ছাই হয়ে যায়। সেই বাস থেকেই পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। তবে এ দুটি বাসে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা যাচাই-বাছাই করে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সারাবাংলা/টিআর

ওয়েল্ডিং বাসে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর