ফ্যানে ঝুলছিল স্ত্রীর মরদেহ, স্বামী পলাতক
২৮ নভেম্বর ২০২৩ ০০:২৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ০০:৫৮
জয়পুরহাট: জয়পুরহাটে নিজ ঘরে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জয়পুরহাট পৌর শহরের হারাইল মুসলিমনগর এলাকার একটি বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কানিজ রাবেয়া (৩৫) বরিশালের বকরমপ্রতাব গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। তার স্বামীর নাম সফিউল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এই দম্পতি মুসলিমনগরের ওই বাসায় ভাড়া থাকতেন।
জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম জানান, সফিউল জয়পুরহাটে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। গত এপ্রিলে তিনি মুসলিমনগরের বাসাটি ভাড়া নেন। স্ত্রীকে নিয়ে সেখানে থাকতেন। তবে এই দম্পতি প্রায়ই ঝগড়া করত। গত রাতেও তারা দুজনেই বাসায় ছিলেন। আজ প্রতিবেশীরা তাদের বাসার শয়নকক্ষে কানিজকে ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। ওই সময় শফিউল বাড়িতে ছিলেন না।
ইশতিয়াক আলম বলেন, খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে নিহতের স্বামী পলাতক রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
সারাবাংলা/টিআর