টেকনাফ-সেন্টমার্টিন রুটে অনুমোদনবিহীন জাহাজ চলাচল বন্ধে রুল
২৭ নভেম্বর ২০২৩ ২৩:০১
ঢাকা: কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে অবৈধভাবে অনুমোদনবিহীন জাহাজ চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
পাশাপাশি টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচল করা ফিটনেসবিহীন সব জাহাজ ও নৌযানের বিষয়ে অনুসন্ধান করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে করতে বলা হয়েছে। নৌপথ অধিদফতরের মহাপরিচালক (ডিজি), বিআইডব্লিউটিএ-কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সোমবার (২৬ নভেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জোসনা পারভীন।
এর আগে রোববার (২৫ নভেম্বর) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে অবৈধভাবে অনুমোদনবিহীন জাহাজ চলাচল বন্ধে হাইকোর্টে রিট করেন রাজধানীর রামপুরার বাসিন্দা আনোয়ার হোসেন চৌধুরী।
‘টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে অবৈধ জাহাজ চলছে’ শিরোনামে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।
সারাবাংলা/কেআইএফ/একে