Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার ২০ আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন ১৫৫ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৩ ২১:২৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ০০:০৬

ঢাকা: ঢাকার ২০টি আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ এখন পর্যন্ত বিভিন্ন দলের ১৫৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন মনোনয়নপত্র নিয়েছেন ঢাকা-১৪ আসনের জন্য। আর ঢাকা-১ ও ঢাকা-৯ আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন সবচেয়ে কম তিনজন করে।

সোমবার (২৭ নভেম্বর) রাতে ঢাকার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য বলছে, ঢাকা-১ আসন থেকে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন, ঢাকা-২ থেকে নিয়েছেন চারজন, ঢাকা-৩ থেকে নিয়েছেন পাঁচজন। এ ছাড়া ঢাকা-৪ থেকে আটজন, ঢাকা-৫ থেকে ১৩ জন, ঢাকা-৬ থেকে ছয়জন, ঢাকা-৭ থেকে ছয়জন, ঢাকা-৮ থেকে ১৩ জন, ঢাকা-৯ থেকে তিনজন ও ঢাকা-১০ থেকে সাতজন মনোনয়নপত্র নিয়েছেন।

এদিকে ঢাকা-১১ থেকে সাতজন, ঢাকা-১২ থেকে পাঁচজন, ঢাকা-১৩ থেকে পাঁচজন ও ঢাকা ১৪ থেকে সর্বোচ্চ ২৪ জন মনোনয়নপত্র নিয়েছেন। অন্যদিকে ঢাকা-১৫ থেকে সাতজন, ঢাকা-১৬ থেকে ছয়জন, ঢাকা-১৭ থেকে ১৩ জন, ঢাকা-১৮ থেকে ছয়জন, ঢাকা-১৯ থেকে ছয়জন এবং ঢাকা-২০ আসন থেকে আটজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর। সে হিসাবে নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের আগামী তিন দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।

সারাবাংলা/ইএইচটি/টিআর

জাতীয়-নির্বাচন টপ নিউজ ঢাকার ২০ আসন নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর