Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমিশন দেশি-বিদেশি কোনো চাপ অনুভব করছে না: ইসি আনিছুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৩ ২০:৩২ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ ২১:৪৭

রাঙ্গামাটি: নির্বাচন কমিশন দেশি-বিদেশি কোনো ধরনের চাপ অনুভব করছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেন, ‘আমাদের আরও পাঁচ দিন আগ পর্যন্ত ৫০টা দেশ থেকে ৫০টা অরগানাইজেশন পর্যবেক্ষক হতে আবেদন করেছে। বিদেশি পর্যবেক্ষকদের আবেদন করার সময় ২৬ নভেম্বর শেষ হয়ে গেছে। এটি আমরা ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। তারা আরও আসুক। আমাদের বক্তব্য, দেশি-বিদেশী যত বেশি পর্যবেক্ষক আসবে, আমরা তাদের উৎসাহ দেবো। তারা দেখুক নির্বাচন কী হচ্ছে। ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে, দেখে বিশ্লেষণ করুক।’

বিজ্ঞাপন

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনসংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার আনিছুর বলেন, ‘নির্বাচনের পরিবেশের কোনো ঘাটতি আছে বলে আমাদের চোখে পড়ে না। আমরা যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি তার সবকিছুই হচ্ছে। নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। আমরা তাদেরকে বারবার ডেকেছি, এ মাসেও ডেকেছি। যারা নির্বাচনে আসছে না, তাদের আনার কোনো উপায় তো আমাদের হাতে নেই। তবে নির্বাচনে অংশ করুক বা না করুক, নির্বাচন বানচাল করা কিংবা কাউকে নির্বাচন করতে না দেওয়ার অধিকার কারও নেই।’

ইসি আনিছুর আরও বলেন, ‘আমরা আজ এখানকার (রাঙ্গামাটি) নির্বাচনের প্রস্তুতি ও সমস্যাগুলো শুনেছি। এটা বিশেষ অঞ্চল। সমতলের ভূমির সঙ্গে এখানকার সমস্যাগুলো মেলানো যায় না। তাই এখানকার সমস্যাগুলো জেনে নিলাম এবং বিবেচনা করব। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য আমরা সারাদেশে ঘুরে বেড়াচ্ছি।’

বিজ্ঞাপন

পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা আছে। অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রমের পাশাপাশি বৈধ অস্ত্রেরও যেন অবৈধ ব্যবহার না হয়, সেদিকেও নজরদারি বাড়ানোর ব্যবস্থা নিতে বলেছি।’

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগের সব নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এবারও আমাদের সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। এখানে তো (পাহাড়ে) বিশেষ অঞ্চল হিসেবে সেনাবাহিনী আগে থেকেই রয়েছে।’

প্রেস বিফ্রিংয়ের সময় রাঙ্গামাটির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, খাগড়াছড়ির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধরসহ সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আইনশৃঙ্খলাবাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

ইসি আনিছুর রহমান জাতীয়-নির্বাচন টপ নিউজ নির্বাচন কমিশনার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর