শ্যামলীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন
সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৩ ১৯:৪২ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ ২১:২৩
২৭ নভেম্বর ২০২৩ ১৯:৪২ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ ২১:২৩
ঢাকা: রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপদ অফিসের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে আগুন দেয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুনের খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলেন।
তেজগাঁও বিভাগের উপ কমিশনার আজিমুল ইসলাম বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি। এঘটনায় কাউকে আটকও করা হয়নি।
সারাবাংলা/ইউজে/এনইউ