স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নির্বাচনি এলাকা জানাতে ইসির নির্দেশ
২৭ নভেম্বর ২০২৩ ১৭:৪১ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ ২০:২৪
ঢাক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত ৬৭টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন সংসদীয় আসনে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে বলা হয়েছে। এ সব সংস্থা কোন কোন নির্বাচনি এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাগুলোতে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক, তা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে উল্লেখ করে ইসি সচিবালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২৫ নভেম্বর তারিখের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৬৭টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে কোন কোন নির্বাচনি এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাসমূহে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক তা উল্লেখ করে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।’
আরও বলা হয়, ‘২৫ নভেম্বরের মধ্যে যেসব স্থানীয় পর্যবেক্ষক সংস্থা আবেদন দাখিল করেননি, তারা আগামী ১০ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে আবেদন করতে পারবেন। পর্যবেক্ষক আবেদন দাখিল সংক্রান্ত পূর্বের নির্দেশনার অন্যান্য বিষয়াদি অপরিবর্তিত থাকবে।’
সারাবাংলা/জিএস/একে