Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে আওয়ামী লীগের নতুন ৩ মুখ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৩ ২১:৪৩

রংপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি আসনের মধ্যে তিনটিতেই এসেছে নতুন মুখ। এতে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা-সমালোচনা। নতুন মুখ আসায় তাদের অনুসারীরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। মিষ্টি বিতরণ করা হয়েছে বেশকিছু এলাকায়।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি ২৯৮টি আসনের নৌকা মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এতে রংপুর-১ আসনে অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, রংপুর-২ আসনে আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ওরফে ডিউক চৌধুরী, রংপুর-৩ আসনে তুষার কান্তি মন্ডল, রংপুর-৪ আসনে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, রংপুর-৫ আসনে রাশেক রহমান এবং রংপুর-৬ আসনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির বহিষ্কৃত সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ। এর আগে, রেজাউল করিম রাজু ২০১৯ সালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর- ৩ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে জোটগত রাজনৈতিক সমীকরণে দলীয় নির্দেশে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন।

রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া ডিউক চৌধুরী এই আসনের বর্তমান সংসদ সদস্য। ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

বিজ্ঞাপন

রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন তুষার কান্তি মণ্ডল। তিনি বর্তমানে রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে এবং সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী হতে মনোনয়ন চেয়েছিলেন। বর্তমানে এই আসনের সংসদ সদস্য এরশাদপুত্র রাহগীর আলমাহি সাদ।

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে চতুর্থবারের মতো প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। তিনি ২০০৮ সাল থেকে এ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে এবারই প্রথম দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য রাশেক রহমান। তার বাবা বর্তমান সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। তিনি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে গতবারের মতো এবারে মনোনয়ন পেয়েছেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ির আসন পীরগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রংপুর জেলায় ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন ফরম কিনেন ৩৮ জন নেতা।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ টপ নিউজ নৌকা প্রতীক মনোনয়ন রংপুর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর