Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়ন পেলেন না খুলনার ৩ এমপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৩ ২১:৪৬

খুলনা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। খুলনা জেলার ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে ৩টিতেই নতুন মুখ এসেছে। বাকি ৩ টিতে সাবেকরাই বহাল রয়েছেন।

খুলনা-১ আসনে পঞ্চানন বিশ্বাসের বদলে মনোনয়ন পেয়েছে ননী গোপাল মণ্ডল আর খুলনা-৩ আসনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বদলে আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। খুলনা-৬ আসনে মো. আক্তারুজ্জামানের পরিবর্তে মো. রশীদুজ্জামান মনোনয়ন পেয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে পুনরায় মনোনয়ন পেয়েছেন খুলনা-২ আসনে দলের একমাত্র প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বর্তমান সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল। খুলনা-৪ আসনে বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। খুলনা-৫ আসনে বর্তমান সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।

নির্বাচন কমিশনের তথ্যমতে, খুলনা-১ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ৫৬৭ জন ও নারী ভোটার ১ লাখ ৪৫ হাজার ৬৯৮ জন।

খুলনা-২ আসনে মোট ভোটার ৩ লাখ ২০ হাজার ২১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ২৭০ জন ও নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৯৪৯ জন।

খুলনা-৩ আসনে মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৭০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জন ও নারী ভোটার ১ লাখ ২১ হাজার ২৫২ জন।

খুলনা-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৫ হাজার ১৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ২৯২ জন ও নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৮৮১ জন।

খুলনা-৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৩ হাজার ২১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৪৪৯ জন ও নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ৭৭০ জন।

বিজ্ঞাপন

খুলনা-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৩১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪০ হাজার ৪৯ জন ও নারী ভোটার ২ লাখ ১২ হাজার ৬৭ জন।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ খুলনা টপ নিউজ মনোনয়ন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর