Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা এ্যানিসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৩ ১৬:৪৫

ঢাকা: পাঁচ আগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা বেআইনি সমাবেশ, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ২৮ জনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত।চার্জগঠনের ফলে মামলাটির বিচার অনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন। একই সাথে আগামী ৬ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

বিচার শুরু হওয়া অপর আসামিদের মধ্যে রয়েছে, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, শাহ আলম, হারুন উর রশীদ, হাবিবুরসহ প্রমুখ।

আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিচার শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে বেআইনি, পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ মামলাটি দায়ের করেন।

এদিন কারাগারে থাকা বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকনসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করেন পুলিশ। জামিন থাকা আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এআই/এনইউ

এ্যানি টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর