Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে পড়ারাই বাদ: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৩ ১৫:২৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ ১৭:১৮

ঢাকা: নির্বাচনের বাকি আর মাত্র এক মাসের কিছু সময় বেশি। এরইমধ্যে দলের প্রার্থীতা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সেখানে এবার গতবারের ৬৯ জন এমপি বাদ পড়েছেন। এ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জনপ্রিয়তার দৌড়ে তারা পিছিয়ে গেছেন, যে কারণে বাদ পড়েছেন। সেখানে কে মন্ত্রী, কে প্রতিমন্ত্রী সেটা দেখা হয়নি। গত দুই বছর ধরে মাঠপর্যায়ে প্রার্থীদের বিষয়ে খোঁজখবর ও তদন্ত করা হয়েছে। তারপর বোর্ড মনোনয়ন চূড়ান্ত করেছে।’

বিজ্ঞাপন

সোমবার (২৭ নভেম্বর) সচিবালয়ে চলচ্চিত্র প্রর্দশক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘এবার আগে থেকেই বলা হয়েছিলো যারা জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে গেছেন, যারা যেকোনো কারণে বিতর্কিত তাদের এবার মনোনয়ন দেয়া হবে না। সে কারণেই এবার অনেক বেশি প্রার্থী বাদ পড়েছে এবং এটা স্বাভাবিক। দলের সভাপতি শেখ হাসিনা খোঁজ নিয়েই প্রার্থীদের চূড়ান্ত করেছেন।’

‘অনেকে অনেক সময় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন, এবার সে কথা মনে করিয়ে দিতে গিয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন, সেটা আমাদের দলের জন্য বলেননি। তিনি বলেছেন, কেউ যদি প্রার্থী হতে চান সেটাকে নিরুৎসাহিত করা না হয়। সেটা কিন্তু দলকে বলেননি। নানাভাবে স্বতন্ত্র প্রার্থী হয়ে থাকেন, এটাকে যেন নিরুৎসাহিত করা হয়। এবার ৩০টার মতো দল নির্বাচনে অংশ নেবে। আমরা আশাবাদী জনগণের অংশগ্রহণ হবে ব্যাপকভাবে’, বলেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ‘কোন দল অংশ নিলো, সেটা বড় বিষয় না বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের অংশগ্রহণ। আমরা আশাবাদী এবার তা হবে।’

এবার জোটগতভাবে নির্বাচনে যাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা জানেন ২০০৮ সালেও ৩০০ আসনেই মনোনয়ন দেয়া হয়েছিলো। পরে তা মহাজোটের মধ্যে সমন্বয় করা হয়েছিলো। গতবারও সমন্বয় করা হয়েছে। এখন ২৯৮ আসনের মনয়ন দেওয়া হয়েছে, এবারও সমন্বয় করা হবে। নমিনেশন ঘোষণা হলেও জোটের সঙ্গে সমন্বয় করা হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদের অবরোধে কেউ সাড়া দেয়নি। তাদের অবরোধের ডাক হাওয়ায় বের হয়ে গেছে। এটা কেউ মনে রাখবে না। তারা এসব অবরোধের ডাক দিয়ে কেন নিজেদের হাস্যকর করছে বুঝি না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

জনপ্রিয়তার দৌড় তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর