Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে পাটকাঠিবোঝাই ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৩ ১১:১২ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ ১১:২২

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলাগেটের সামনে পাটকাঠিবোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে।

সোমবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন। তিনি জানান, বানেশ্বর থেকে একটি ট্রাক পাটখড়ি নিয়ে কাশিয়াডাঙ্গা যাচ্ছিল। কাজলায় এলে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা এসে আগুন নেভায়। এতে ট্রাকটি পুরোটা পুড়ে গেছে। ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। ট্রাকের মালিক বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছে। মামলা হলে আমরা ব্যবস্থা নেবো।’

সারাবাংলা/এমই/এমও

ট্রাকে আগুন রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর