Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৩ ০৯:৫৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ ১৪:০৫

নাটোর: বড়াইগ্রামের বনপাড়ায় পাটোয়ারি ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা জি এম ট্রাভেলসের তিনটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ নভেম্বর) ভোর রাত সাড়ে ৪টার দিকে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফিলিং স্টেশনের সেলসম্যান নাজমুল হোসেন জানান, রাত সাড়ে ৪টার দিকে একটি বাসে ধোয়া দেখা যায়। এসময় ফিলিং স্টেশনে কর্মরত অন্যরা ফায়ার স্টেশনকে খবর দেয়। এরইমধ্যে ওই বাসের পাশে দাঁড়ানো আরও দু’টি বাসে আগুন জ্বলতে দেখা যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার স্টেশন কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নাজমুল আরও জানান, দুর্বৃত্তরা ফিলিং স্টেশনের পেছনের কলার বাগান দিয়ে এসে বাসে আগুন দিয়েছে। যে কারণে সিসি টিভি ফুটেজে কোনো ছবি ধারণ হয়নি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আযম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুবৃর্ত্তরা দাঁড়ানো এসব বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে।’

সারাবাংলা/কেডি/এমও

টপ নিউজ নাটোর ফিলিং স্টেশন বাসে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর