ভারত থেকে আসছে মটরশুঁটি
২৭ নভেম্বর ২০২৩ ০৮:১৪ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ ১২:৪০
দিনাজপুর: চাহিদা থাকায় দীর্ঘদিন পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মটরশুঁটি আমদানি শুরু হয়েছে। আমদানি করা মটরশুঁটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে।
হিলি কাস্টমস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে এই বন্দর দিয়ে মটরশুঁটি আমদানি শুরু হয়েছে। এ পর্যন্ত প্রায় সাড়ে সাত মেট্রিক টন মটরশুঁটি এসেছে। খন্দকার এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব মটরশুঁটি আমদানি করছে।
আরও পড়ুন- আলু আমদানিতে অনিয়ম, গুনতে হলো বাড়তি শুল্ক-জরিমানা
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহাবুব হোসেন বলেন, দেশের বাজারে মটরশুঁটির ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণেই এটি আমদানি করা হচ্ছে। তবে দেশের বাজারে দাম কম হওয়ায় আমদানি করে লোকসান গুনতে হচ্ছে।
মাহাবুব জানান, আমদানি করা এসব মটরশুঁটি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন তারা। ঢাকার বাজারে প্রতি কেজি মটরশুঁটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তানভীর আহম্মেদ বলেন, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে মটরশুঁটি আমদানি শুরু হয়েছে। প্রতি মেট্রিক টন মটরশুঁটি ৫০০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হচ্ছে। যেহেতু মটরশুঁটি কাঁচামাল, তাই দ্রুত ছাড় করার জন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/টিআর