Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজারই, অন্যান্য গ্রেডে ‘সামান্য’ বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৩ ২২:৪৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ ১২:১৪

ঢাকা: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা অপরিবর্তিত রেখে অন্যান্য গ্রেডে ‘সামান্য’ বাড়িয়ে বেতন চূড়ান্ত করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত তুলে ধরেন মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

গত ১২ নভেম্বর মজুরি বোর্ডের খসড়া গেজেট প্রকাশ করা হয়েছিল। নিয়ম অনুযায়ী খসড়ার ওপর পরামর্শ ও সুপারিশের জন্য ১৪ দিন সময় রেখে রোববার মজুরি চূড়ান্ত করার জন্য সপ্তমবারের মতো বৈঠকে বসে মজুরি বোর্ড।

বিজ্ঞাপন

বৈঠক শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘খসড়া গেজেটে ৫টি গ্রেড ছিল; সেটি আমরা ৪টায় নিয়ে এসেছি। সর্বনিম্ন গ্রেডে (৫ম) যে ১২ হাজার ৫০০ টাকা ছিল সেটি ঠিকই রাখা হয়েছে। অর্থাৎ এখনকার চতুর্থ গ্রেডেও ১২ হাজার ৫০০ টাকা মজুরি হবে।’

আগের চতুর্থ গ্রেডকে তৃতীয় গ্রেডের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। ফলে চতুর্থ গ্রেডে যাদের ১৩ হাজার ২৫ টাকা পাওয়ার কথা ছিল তারা তৃতীয় গ্রেডের ১৩ হাজার ৫৫০ টাকা করে পাবেন। দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ২৭৩ টাকা করা হয়েছে। প্রথম গ্রেডে ১৪ হাজার ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার ৩৫ টাকা করা হয়েছে।

চেয়ারম্যান বলেন, ‘মালিকপক্ষ ও শ্রমিক পক্ষ থেকে যে আপত্তি দিয়েছিল সেটি পর্যালোচনা করে আজ চূড়ান্ত করেছি। মালিকপক্ষ থেকে ১৭৩টি সংগঠন আপত্তি ও সুপারিশ দিয়েছে। শ্রমিক সংগঠন থেকে ২৫টি সংগঠন আপত্তি ও সুপারিশ করেছে।’

মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেন,‘ শ্রমিক পক্ষের মূল দাবি ছিল একটি গ্রেড কমানো। কারণ, হেলপার যখন অপারেটর গ্রেডে আসে অর্থাৎ পঞ্চম গ্রেড থেকে যখন চতুর্থ গ্রেডে আসে সেখানে বেতনের পার্থক্য খুবই কম। সে কারণে চতুর্থ গ্রেডকে তৃতীয় গ্রেডের সঙ্গে মার্জ করা হয়েছে। আজকের মজুরিটা সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়েছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: ন্যূনতম মজুরি নিয়ে মজুরি বোর্ডে ৩ সংগঠনের আপত্তি

সারাবাংলা/ইএইচটি/একে

টপ নিউজ পোশাক শ্রমিক মজুরি বৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর