Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিয়েতনামকে চট্টগ্রামে বিনিয়োগের আহ্বান মেয়রের

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৩ ২২:৪০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বিভিন্ন শিল্পখাতে বিনিয়োগ করতে ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী।

রোববার ( ২৬ নভেম্বর) বিকেলে নগরীর টাইগারপাসের চসিক কার্যালয়ে ভিয়েতনামের রাষ্ট্রদূতের নেতৃত্বে আসা প্রতিনিধিদলের প্রতি তিনি এ আহ্বান জানান।

ভিয়েতনামের সংগ্রাম বাংলাদেশের জন্য অনুপ্রেরণা মন্তব্য করে মেয়র রেজাউল বলেন, ‘স্বাধীনতার জন্য ভিয়েতনামের জনগণের সংগ্রাম আর স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত কৃষিভিত্তিক দেশ থেকে শিল্পায়নের পথে সাফল্য বাংলাদেশের মানুষদের অনুপ্রেরণা যোগায়।’

তিনি বলেন, ‘চট্টগ্রামে টেক্সটাইল, কৃষি, জাহাজ নির্মাণ, ইলেক্ট্রনিক্স, ওষুধ, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং হালকা প্রকৌশল খাতে বিনিয়োগের মাধ্যমে ভিয়েতনাম ব্যাপকভাবে লাভবান হতে পারে। কারণ চট্টগ্রামে শিল্পায়নের উন্নত সুবিধার পাশাপাশি ভালো যোগাযোগ ব্যবস্থার কারণে পণ্য উৎপাদন ও রফতানি করা এখন বেশ সহজলভ্য।’

ভিয়েতনামের রাষ্ট্রদূত ন্যুয়েন মান কুঅং বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের ভৌগোলিক মিল রয়েছে৷ দুটি দেশের অর্থনীতিই খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। তবে, জলবায়ু পরিবর্তনের কারণে যেসব সমস্যা বাংলাদেশকে মোকাবিলা করতে হচ্ছে সেগুলো ভিয়েতনামকেও ভোগাচ্ছে। তাই আমাদের একে অপরের কাছে শেখার আছে অনেক কিছু।’

বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্যক সম্পর্ক গভীর হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্যিক সম্পর্ক দিনদিন গভীর হচ্ছে। ভিয়েতনামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ এবং কোভিড মহামারির সময়েও দুই দেশের ব্যবসা তুলনামূলকভাবে বেড়েছে।’

বিজ্ঞাপন

‘কর ব্যবস্থার আধুনিকায়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসন, বাণিজ্য প্রতিনিধিদলের আদান-প্রদান এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যকার যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ সম্ভব।’

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/একে

চট্টগ্রাম মেয়র বিনিয়োগ ভিয়েতনাম

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর