Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ২ আসনে নতুন প্রার্থী, বাকিরা পুরনো মুখ

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৩ ২২:১৬

নওগাঁ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করেছে বাংলাদেশ আ’লীগ দল। নওগাঁর চারটি আসনে পুরাতন মুখ আর দুইটি আসনে নতুন মুখের প্রার্থীরা পেলেন নৌকার মনোনয়ন।

নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে পুরনো মুখ বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে শহিদুজ্জামান সরকার বাবলু, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে নতুন মুখ সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, নওগাঁ-৪ (মান্দা) আসনে নতুন মুখ নাহিদ মোর্শেদ বাবু, নওগাঁ-৫ (সদর) আসনে পুরনো মুখ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে পুরনো মুখ মো. আনোয়ার হোসেন হেলাল মনোনয়ন পেয়েছেন।

বিজ্ঞাপন

এক সময়ের রক্তাক্ত জনপদ হিসেবে পরিচিত নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে পুনরায় আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলালকে নৌকার মাঝি করায় আনন্দের জোয়ার বইছে এই আসনের সমর্থকদের মাঝে।

রোববার বিকেল চারটার পর সরকার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গেই এক আনন্দ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ নৌকা মনোনয়ন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর