Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেনা গরু নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে মৃত্যু, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৩ ১৯:৪৫

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় গরু চোর সন্দেহে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আব্দুল মালেক (৪২), আলেহা (৩৫), জহির উদ্দিন (৪২) ও আনোয়ার হোসেন (৪৫) নামে চারজন আহত হয়েছেন৷ আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছে৷

রোববার (২৬ নভেম্বর) ভোরে রায়পুরা পৌরসভার বৈকুণ্ঠপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কিশোরগঞ্জ জেলার ইটনা থানার লাইমপাশা গ্রামের আবদুল মন্নাফের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, মিজানুর এর পৈতৃক বাড়ি রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের আবদুল্লাহচরে। বর্তমানে তাদের পরিবারের সকলে কিশোরগঞ্জের ইটনায় থাকে। কয়েকদিন আগে সে আত্মীয় মনির হোসেনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে তার দুইটি গরু পছন্দ হলে সে তা কিনে নেয়। রোববার অবরোধ থাকায় তারা রাতে গরুগুলো পিকআপ ভ্যানে নিয়ে যাওয়ার চিন্তা করে। ভোরে তারা পিকআপভ্যা যোগে দুইটি গরু নিয়ে যাওয়ার সময় পৌরসভার বৈকুণ্ঠপুরে পৌঁছলে গরু চোর সন্দেহে এলাকাবাসী তাদের আটকায়। পরে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মিজানুর মারা যায়। আর সঙ্গে থাকা পিকআপ ভ্যানচালক ও হেলপারসহ চারজন গুরুতর আহত হন।

নিহতের স্বজন মর্জিনা বলেন, মিজানুর গরু দুইটি কিনে মেম্বারের মাধ্যমে স্ট্যাম্প করে নিয়েছেন। তাকে আটকানোর পর স্ট্যাম্প দেখানো হয়। আমার ভাইয়ের সঙ্গে কথা বলানো হয়। তারা গরু কিনে নিয়ে যাচ্ছে বললেও মানেনি। তারা বেধড়ক পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওদের আটকাতে গিয়ে ভাবী আলেয়া ও ভাই আনোয়ার ও আহত হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম জানান, বংশের চাচাতো ভাইয়ের কাছ থেকে গরু নেওয়ার সময় সন্দেহজনকভাবে কয়েকজন তাদের আটক করলে তারা পরিচয় দিলেও তাদের মারধর করতে থাকে। একজন নিহত হয়৷ এখন ঘটনার পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

কেনা গরু গণপিটুনি গরু চোর সন্দেহ পিটুনি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর