বাদ পড়লেন দুর্জয় নতুন প্রার্থী সালাম, জাহিদ মালেক ও মমতাজ বহাল
২৬ নভেম্বর ২০২৩ ১৯:৪৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২১:৫৪
মানিকগঞ্জ: মানিকগঞ্জ-১ আসন থেকে পর পর দুইবার সংসদ সদস্য নির্বাচিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়কে পরিবর্তন করা হয়েছে। তার জায়গায় দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালামকে। ২০০১ সালের নির্বাচনেও আব্দুস সালামকে মনোনয়ন দেওয়া হলেও বিএনপি’র প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কাছে পরাজিত হয়েছিলেন।
এ ছাড়া মানিকগঞ্জ ৩ আসনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন এবং মানিকগঞ্জ দুই আসনে কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে বহাল রেখে পুনরায় তাদের দলীয় মনোনয়ন দেওয়া হয়।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে জাহিদ মালেক, মমতাজ বেগম ও আব্দুস সালাম নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলীয় মনোনয়ন ঘোষণার পরপরই মানিকগঞ্জের তিনটি আসনেই দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। তবে মানিকগঞ্জ ১ এবং মানিকগঞ্জ ২ আসনে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাধিক আওয়ামী লীগ নেতার নাম শোনা যাচ্ছে।
সারাবাংলা/একে