Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ট্রাক থামিয়ে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৩ ১৫:১৫

বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াতের ডাকা সপ্তম দফা অবরোধের শুরুর আগে রোববার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

গৌরনদী মহাসড়ক থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, মুলাদী উপজেলা থেকে সুপারি নিয়ে মিনি ট্রাকটি ময়মনসিংহ যাচ্ছিল। ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাছের গুঁড়ি ফেলে ট্রাকটি থামায়। পরে ট্রাকের পেছনের দুই চাকায় ও ইঞ্জিনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, ‘দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে নিশ্চিত হওয়া যাবে না।’

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, ‘খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি চার থেকে পাঁচজন দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক কাওসার হোসেন বাদি হয়ে মামলা করবেন।’

সারাবাংলা/জিএমএস/এমও

আগুন গাছের গুঁড়ি বরিশাল-ঢাকা মহাসড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর