রিজভীর নেতৃত্বে বনানী, নিপুণের নেতৃত্বে পরিবাগে মিছিল
২৬ নভেম্বর ২০২৩ ০৯:২৫ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ১৩:১২
ঢাকা: সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ঘোষিত ৭ম দফা অবরোধের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বনানীতে মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়া ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে পরিবাগে মিছিল হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) ভোর ও সকাল ৭টায় রাজধানীর বনানী ও পরিবাগে এসব মিছিল হয়।
রিজভীর নেতৃত্বে বনানী মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে কামাল আর্তাতুক সড়ক হয়ে কাকলী গিয়ে শেষ হয়। ঢাকা জেলা বিএনপি আয়োজিত মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, বিএনপির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিল্টু, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালামসহ অনেকে।
অন্যদিকে, একই দাবিতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে রাজধানীতে মিছিল হয়। যুগপৎ ধারায় ৭ম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে রোববার (২৬ নভেম্বর) ভোরে পরিবাগ এলাকায় এই মিছিল হয়।
মিছিলটি মোতালেব প্লাজা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শেষে পরিবাগ প্রিয় প্রাঙ্গণের সামনে গিয়ে শেষ হয়।
দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা জেলা বিএনপি এবং এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী এই মিছিলে অংশ নেন।
সারাবাংলা/এজেড/এমও