Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৩ ২৩:২৯

রাজশাহী: শ্রমিক নেতার মালিকাধীন একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক মুদি দোকানি নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের নওহাটা জুটমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী হলেন- পবার পালোপাড়ার আবদুল হান্নানের ছেলে দিলদার হোসেন (২৪)। তিনি মুদির দোকানদার। পালোপাড়ায় তার মুদি দোকান আছে।

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে শ্রাবন্তী এন্টারপ্রাইজের বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দিলদার ঘটনাস্থলেই মারা যান। দিলদারের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, বাসের চালক ও তার সহকারীরা পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে। বাসটির মালিক রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীকে বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সারাবাংলা/পিটিএম

বাসচাপা মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর