Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৩ ২২:৪১

চুয়াডাঙ্গা: জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামীপন্থীরা। ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টিতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং গ্রন্থাগার সম্পাদকসহ তিনটি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী জয়ী হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত আইনজীবী সমিতি কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক শাহ আলম জানান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রার্থী সভাপতি পদে মহা. শামসুজ্জোহা এবং সাধারণ সম্পাদক পদে তালিম হোসেন, সহ-সভাপতি আকসিজুল ইসলাম রতন, সহ-সভাপতি কাইজার হোসেন জোয়ার্দ্দার, যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন (২), যুগ্ম-সম্পাদক ছরোয়ার হোসেন, কোষাধ্যক্ষ রবিউল হক রবি, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুদুর রহমান রানা, নজরুল ইসলাম বকুল, সদস্য মফিজুর রহমান মফিজ, সদস্য আব্দুল জব্বার ও সদস্য পদে শফিকুল ইসলাম জয়ী হয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী গ্রন্থাগার সম্পাদক পদে মশিউর রহমান পারভেজ, সদস্য মাসুদুর রহমান ও সৈয়দ ফারুক উদ্দিন আহমেদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পৃথক প্যানেলে অংশ নেয়। এতে ১৫টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী ভোটযুদ্ধে ছিল। নির্বাচনে ২০৭ জন ভোটারের মধ্যে ১৯৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সারাবাংলা/পিটিএম

চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর