Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় আসা যায় না: স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৩ ২২:২৫

মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপিকে ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় আসা যায় না।’

শনিবার (২৫ নভেম্বর) রাতে মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া আফতাব উদ্দিন মেমোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষ বোঝে শেখ হাসিনাই হলো সঠিক নেতৃত্ব। তার নেতৃত্বেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।‘

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের সময় বলা হয়েছিলো মেয়েদের শিক্ষার প্রয়োজন নেই, তারা ঘরে থাকবে। এই হলো বিএনপি জামাতের নীতি। শুধু তাই নয়, তারা দেশকে ভালোবাসে না। স্বাধীনতার সময় তারা বিরোধিতা করেছিলো। এখনও দেশের উন্নয়নে তারা বিরোধিতা করছে।’

পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহাসহ অনেকে।

সারাবাংলা/আরএ/এমও

নির্বাচন বিএনপি স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর