বাবার শোক আয়োজনে মেয়ে ও সঙ্গী শিশুর ‘অন্তিম যাত্রা’
২৫ নভেম্বর ২০২৩ ২০:১৬ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৩ ২১:১৪
চট্টগ্রাম ব্যুরো: ৪০ দিন আগে মৃত বাবার ‘চেহলাম’। বাড়িভর্তি মানুষ, বিরাট ভোজনের আয়োজন। কেউ খাচ্ছেন, কেউ অপেক্ষায়। তখনই জানা গেল, সেই মৃত ব্যক্তির নয় বছর বয়সী এক মেয়ের লাশ ভাসছে পুকুরে। লোকজন সেটা তুলতে গিয়ে দেখল, পাশে আরও এক শিশুর লাশ। শোকের আয়োজনের মধ্যেই দুই শিশুর মৃত্যুতে স্বজনদের বিলাপ থামছে না, প্রতিবেশিরাও শোকস্তব্ধ!
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে ফটিকছড়ি উপজেলার বখ্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হিরাগাজী বাড়িতে এ ঘটনা ঘটেছে।
মৃত দু’জন হলো- তাবাসসুম আলম তুমুর (৯) ও ওয়াজিহা (৬)। এদের মধ্যে তুমুর হিরাগাজী বাড়ির মৃত নুরুল আজমের মেয়ে। ওয়াজিহা একই উপজেলার জাহানপুর ইউনিয়নের মো. নাছিরের মেয়ে।
বখতপুর ইউনিয়নের স্থানীয় সদস্য মোবরক আলী সারাবাংলাকে জানান, ক্যানসারাক্রান্ত পঞ্চাশোর্ধ নুরুল আজম ৪০ দিন আগে মারা যান। তার বাড়িতে পরিবারের সদস্যরা চেহলামের আয়োজন করেন। তুমুর তার তিন মেয়ের মধ্যে সবার ছোট। বড় দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। ওয়াজিহা তুমুরের মেঝ বোনের ননদের মেয়ে।
‘দুপুর ১টা, দেড়টার দিকের ঘটনা। কেউ কেউ খাবার জন্য বসেছে। কেউ নামাজ পড়ে আসছিল। তখন আজমের মেয়ে তুমুরকে খোঁজাখুঁজি শুরু হয়। পুকুর ঘাটে দেখা গেল, দুই জোড়া জুতা। কাছেই তুমুর ভাসছিল। তাকে তুলে নিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে নেওয়ার সময়ই ওয়াজিহার লাশ ভেসে ওঠে। তাকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।’
ইউপি সদস্য মোবারক বলেন, ‘এমন ঘটনা আমাদের গ্রামে আমরা আর কখনও দেখিনি। কয়েক’শ মানুষের খাবারের আয়োজন, এত বড় অনুষ্ঠান সব পণ্ড হয়ে গেল। কে আর খাবে, কারও মুখে কি খাবার উঠছে?’
সারাবাংলা/আরডি/পিটিএম