Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৩ ২০:০৮ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ১০:০৮

চট্টগ্রাম ব্যুরো: রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ বন্ধ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন। তিনি জানান, দলের পক্ষ থেকে তারা এককভাবে দেশের ৩০০ আসনে প্রার্থী দেবে।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর লালদিঘীতে জেলা পরিষদ মার্কেট চত্বরে আয়োজিত সমাবেশ থেকে এম এ মতিন এ কথা বলেন। চলমান সংঘাত-সহিংসতার রাজনীতির অবসান এবং সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার উদ্যোগে এ সমাবেশ হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে এম এ মতিন বলেন, ‘জাতীয় নির্বাচন ঘনিয়ে এলেই দেশি-বিদেশি কুচক্রীরা মাথাচাড়া দিয়ে ওঠে। জাতীয় নির্বাচন কিভাবে, কোন পদ্ধতিতে হবে সেটা দেশের রাজনীতিবিদরা বসে ফয়সালা করবেন, এটাই কাম্য। কিন্তু তাদের ব্যর্থতার দেশি-বিদেশি কুচক্রীরা আমাদের দেশ নিয়ে অযাচিত হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে।’

‘তাই দেশের রাজনীতি নিয়ে বিদেশি হস্তক্ষেপ রুখে দিতে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবার জাতীয় নির্বাচনে আসা উচিৎ। ইসলামী ফ্রন্ট নির্বাচনে অংশ নেবে এবং সারাদেশে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। অবশ্যই উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে’, বলেন এম এ মতিন।

তিনি নির্বাচনে সুন্নীয়তের পক্ষে ব্যালট বিপ্লব ঘটানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এছাড়া আন্দোলনের নামে ধ্বংসাত্মক পথ পরিহারের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

সরকারের উদ্দেশে এম এ মতিন বলেন, ‘সকল সভ্য দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন পরিচালনা করে স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশন। তাই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। স্বাধীন শক্তিশালী নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে। দেশের জনগণ আজ ভালো নেই। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিন, জনগণকে বাঁচান।’

বিজ্ঞাপন

ফিলিস্তিনের মজলুম মানুষের প্রতি সমর্থন ও সংহতি জানানোর জন্য এবং বৈশ্বিক যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জানান মতিন।

সমাবেশে দলের মহাসচিব স উ ম আব্দুস সামাদ বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে সূফিবাদি সুন্নি জনতা রাজনীতি সচেতন না হলে আমাদের পিছিয়ে পড়তে হবে। সুন্নি মতাদর্শের আলোকে গণমুখী ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করাই ইসলামী ফ্রন্টের লক্ষ্য। দ্বাদশ সংসদ নির্বাচনে পার্লামেন্টে সুন্নি জনতার প্রতিনিধিত্ব নির্বাচনের যে সুযোগ এসেছে, তা আমাদের কাজে লাগাতে হবে।’

সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলটির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের মহাসচিব সৈয়দ মছিহুদ্দৌলা, সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, আহমদ হোসাইন, ইসমাইল নোমানী, সৈয়দ মোজাফ্ফর আহমদ মোজাদ্দেদী, রফিকুল ইসলাম পাটোয়ারী, আবু নাছের তালুকদার, সুন্নী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী বক্তব্য রাখেন।

সমাবেশের পর ইসলামী ফ্রন্টের নেতাকর্মীদের বের করা একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক ঘোরে।

সারাবাংলা/আরডি/এমও

৩০০ আসন ইসলামী ফ্রন্ট প্রার্থী বিদেশি হস্তক্ষেপ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর