Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় নানি-নাতি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৩ ১৮:২৯

মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় নানি ও নাতি নিহত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত শাহজাহান মিয়ার স্ত্রী জোহরা বেগম (৫৬) ও তার সাত মাস বয়সী নাতি আব্দুল্লাহ।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে জোহরা বেগম তার মেয়ে সুফিয়া আক্তার, নাতি আব্দুল্লাহকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় যাচ্ছিলেন। বিকাল চারটার দিকে তারা বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নানি জোহরা বেগম ও নাতি আব্দুল্লাহর মৃত্যু হয়। তবে মেয়ে সুফিয়া আক্তার তাদের থেকে কিছুটা দূরে থাকায় তিনি বেঁচে যান।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ‘নিহতদের লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে তবে চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে।’

টপ নিউজ নানি-নাতি বাসের ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর