Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করতোয়া নদী থেকে পাখি শিকারির মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৩ ১৬:১৭

পঞ্চগড়: জেলার দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদী থেকে আব্দুস সামাদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নদীতে পাখি শিকার করতে গিয়েছিলেন।

শনিবার (২৫ নভেম্বর) সকালে দেবীগঞ্জ পৌরসভার বোডিং পাড়া এলাকা ঘেঁষা করতোয়া নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ উপজেলার বোডিং পাড়া এলাকার মৃত মহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুস সামাদ নার্সারিতে চারা বিক্রি করতেন। এ ছাড়া তিনি প্রতিদিন করতোয়া নদীতে পাখি শিকার করতেন বলে জানা যায়। শনিবার ভোরে পাখি শিকারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে করতোয়া নদীতে যান। পরে বেলা বাড়লে পাখি শিকারের ফাঁদের কাছে হাঁটু পানিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তখন খবর দেওয়া হলে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মৃতদেহ উদ্ধার করে।

এদিকে, পরিবারের লোকজন জানিয়েছেন, আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন।

দেবীগঞ্জ থানার পরিদর্শক রঞ্জু আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্টঅ্যাটাকজনিত কারণে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় মৃতদেহের দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

উদ্ধার পাখি শিকারি মৃতদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর