Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী চিনিকলে কাফনের কাপড় জড়িয়ে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৩ ২৩:২২

রাজশাহী: শরীরে কাফনের কাপড় জড়িয়ে মানববন্ধন করেছে রাজশাহী চিনিকলের (রাচিক) অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা। গত আট বছরে রাচিক থেকে ২৮০ জন শ্রমিক কর্মচারী অবসরে গেছেন। তাদের রাচিকের থেকে গ্র্যাচুইটি বাবদ পাওনা টাকা প্রায় ২৬ কোটি টাকা। তারা এই টাকার দাবিতে কাফনের কাপড় জড়িয়ে মানববন্ধনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী চিনিকলের ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানের অদূরে কাফনের কাপড় জড়িয়ে মানববন্ধন করে এই অবসরপ্রাপ্ত কর্মচারীরা। ব্যতিক্রমী এই মানববন্ধন কর্মসূচি থেকে গ্র্যাচুইটির টাকার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

মানববন্ধন কর্মসূচি চলাকালে তারা জানান, চিনিকল থেকে অবসর গ্রহণের পর সাত-আট বছর ধরে তারা গ্র্যাচুইটির টাকার জন্য দরজায় দরজায় ঘুরছেন। কিন্তু গ্র্যাচুইটির টাকা পাচ্ছেন না। এর কারণে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। টাকার অভাবে অনেকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন।

অবসরে যাওয়া জ্যেষ্ঠ করণিক জাকির হোসেন বলেন, ‘অবসরে যাওয়া সাত বছর হয়েছে। এমন শ্রমিকরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে। তাদের গ্র্যাচুইটির টাকার দাবিতে। এই আমাদের টাকা জীবনের শেষ সম্বল। কিন্তু আমাদের হাতে নাই। আমাদের পেটে ভাত নেই। বাধ্য হয়ে মানববন্ধনে দাঁড়িয়েছি। অনেকেই বয়স্কতার কারণে মানববন্ধনে আসতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘২০২০ সালে অবসরে গেছেন তিনি। কিন্তুগ্র্যাচুইটির টাকা এখনও পাননি। এরমধ্যে দুইবারে ৮০ হাজার টাকা পেলেও তা কাজে লাগানো যায়নি। তাই সব পাওনা টাকা তারা একসঙ্গেই চান।’

চিনিকলের সেন্টার ইনচার্জ পদ থেকে ২০২১ সালে অবসরে যান বশির উদ্দিন। তিনি বলেন, ‘শ্রমিকদের ঘরে খাবার নেই। অনেকের বাড়িতে চুলো জ্বলছে না। শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিন পার করছেন। অথচ পাওনা টাকা মিলছে না। কত দিন এই অবস্থা চলবে, কে জানে।’

বিজ্ঞাপন

জানা গেছে, রাজশাহী চিনিকলের অবসরে যাওয়া ২৮০ জন শ্রমিক কর্মচারী গ্র্যাচুইটির প্রায় ২৬ কোটি টাকা পাবেন। একেকজন ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত পাওনা আছেন। সাত-আট বছর ধরে তাদের টাকা দেওয়া হচ্ছে না। এরমধ্যে একবার ৫০ হাজার ও একবার ৩০ হাজার টাকা করে দিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। তবে তারা সব টাকা একসঙ্গেই পরিশোধের দাবি জানাচ্ছেন।

এর আগে রাজশাহী চিনিকলের ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার। আর অনুষ্ঠানে অতিথি ছিলেন, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের যুগ্মসচিব ও পরিচালক (অর্থ) খোন্দকার আজিম আহমেদ। এছাড়া রাচিকের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার বলেন, ‘রাজশাহী চিনিকলে ২৮০ জন শ্রমিক কর্মচারী গ্র্যাচুইটির টাকা পাবে। তারা মোট ২৬ কোটি টাকা পাবে। তাদের বিষয়ে মন্ত্রণালয়ে কথা হচ্ছে। দ্রুত টাকা পেতে পারে তারা।’

সারাবাংলা/একে

রাজশাহী চিনিকল শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর