Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৩ ২৩:০৭

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৬ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৪ জন ও ঢাকার বাইরে ২ জন।

শুক্রবার (২৪ নভেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৪৫ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ১৫৪ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৪৯১ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৮৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫০ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ২ হাজার ৭৯৮ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১ হাজার ৬ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ৪ হাজার ৭০৬ জন এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩০০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯১৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ২১১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৭০৪ জন।

সারাবাংলা/একে

এডিস মশা টপ নিউজ ডেঙ্গু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর