Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরল ভারতে পাচার হওয়া ৪২ বাংলাদেশি

লোকাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৩ ২০:২০ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৩ ০০:২৮

বেনাপোল: স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে ভারতে পাচার হওয়া ৪২ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। শুক্রবার (২৪ নভেম্বর) ভারতের পেট্টাপোল ইমিগ্রেশন কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের বাংলাদেশ চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

পাচারের শিকার হওয়া ভুক্তভোগীরা জানান, ভালো কাজের প্রলোভনে দালানের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে পাড়ি দেন। পরে দালালরা তাদের সেখানে ফেলে পালিয়ে আসে। ভারতীয় পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখানে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তারা বাড়ি ফিরছেন।

বিজ্ঞাপন

দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়। জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী ও যশোর রাইডসের মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।’

সারাবাংলা/এসএনইউ/এমও

টপ নিউজ বাংলাদেশি ভারতে পাচার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর