Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অলি ভোটে যাচ্ছে— রিউমার যারা ছড়ায় তারা জানোয়ারের বাচ্চা’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৩ ১৯:৪৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ ২৩:৫৫

ঢাকা: ‘কর্নেল অলি ভোটে যাচ্ছে— এমন রিউমার যারা ছড়ায়, তারা মানুষের বাচ্চা নয়, জানোয়ারের বাচ্চা। শাস্তি তাদের জন্য অবধারিত’— কথাগুলো বলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে মগবাজারে এলডিপির নতুন অফিস উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন। এ সময় এলডিপির বেশ কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন।

কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম বলেন, ‘দেশ সংকটের মধ্যে যাচ্ছে। আর কিছু মানুষ গরু-ছাগলের মতো, কোরবানির পশুর মতো বিক্রি হচ্ছে। এলডিপি কখনও বিক্রি হবে না।’

‘কর্নেল অলি নির্বাচনে যাচ্ছে— এমন রিউমার যারা ছড়ায়, তারা মানুষের বাচ্চা নয়, জানোয়ারের বাচ্চা। শাস্তি তাদের জন্য অবধারিত’— বলেন ড. অলি আহমেদ বীর বিক্রম।

তিনি বলেন, ‘ভাগা-ভাগির নির্বাচনে এলডিপি যাবে না। যে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, সেই নির্বাচনে যাবে এলডিপি। দেশ ও মানুষের সঙ্গে বেইমানী ও মুনাফেকি করব না আমরা। মন্ত্রী-এমপি হওয়ার জন্য আমরা রাজনীতি করি না। দেশের জন্য, মানুষের জন্য রাজনীতি করি।’

কোনো দলের সঙ্গে রেষারেষি নেই মন্তব্য করে দলের নেতা-কর্মীদের উদ্দেশে ড. অলি আহমেদ বলেন, ‘নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং ডলার সংকটের মধ্যে ভাগা-ভাগির নির্বাচনে গিয়ে একদলীয় শাসন ব্যবস্থাকে সমর্থন দিতে চায় না এলডিপি। বিএনপির পরবর্তী কর্মসূচিগুলোতে তাদের সঙ্গে থাকব আমরা। তবে, উত্তেজনামূলক কোনো স্লোগান বা কাজে অংশ নেব না।’

সারাবাংলা/এজেড/একে

কর্নেল অলি জাতীয়-নির্বাচন টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর