Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরে নেমে লাশ হয়ে ফিরল রাব্বি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৩ ১৯:২৯ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ ২১:০৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে আসা এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, সাগরে নেমে ওই কিশোর ভেসে গিয়েছিল।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে সাগরে ভেসে আসা লাশটি উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ।

মৃত মেহরাজ হোসেন রাব্বি (১৫) নগরীর বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার বাসিন্দা আলমগীর মামুনের ছেলে। তাদের বাড়ি হাটহাজারী উপজেলায়। রাব্বি রউফাবাদে একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র বলে পুলিশ জানিয়েছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘পাহাড়িকা আবাসিকা এলাকা থেকে ২৫-৩০ জনের একটি দল সমুদ্র সৈকতে বেড়াতে এসেছিল। এদের মধ্যে শিশু-কিশোরও কয়েকজন ছিল। রাব্বি দুপুর ২টার দিকে সাগরে নেমে ভেসে যায়। ঘন্টাখানেক পর তার মৃতদেহ তীরের কাছাকাছি সাগরে ভেসে ওঠে। আমরা গিয়ে লাশ উদ্ধার করি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।’

সারাবাংলা/আরডি/এনইউ

কিশোর টপ নিউজ পতেঙ্গা রাব্বি সমুদ্র সৈকত

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর