Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে দূরপাল্লার যানবাহন বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৩ ১৯:৩৯ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ ২৩:৫৫

ঢাকা: বিএনপি-জামায়াতসহ সমমনা কয়েকটি দলের কয়েক দফা হরতাল-অবরোধে রাজধানীর বিভিন্ন সড়কে স্বল্প দূরত্বের যান চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার যানবাহনের সংখ্যা ছিল অপ্রতুল। সেই তুলনায় আজ শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীতে প্রবেশ এবং রাজধানী ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনের সংখ্যা ছিল অনেক বেশি। আর দূরপাল্লার যাত্রীবাহী বাস কাউন্টারগুলোতেও ভিড় দেখা গেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড, টেকনিক্যাল মোড় ও মিরপুর রোডের শ্যামলী, কল্যাণপুর এলাকার বাস কাউন্টারগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

এদিন বিকেলে গাবতলী বাসস্ট্যান্ডের শ্যামলী পরিবহনের টিকিট বিক্রেতা মঞ্জুর শেখের সঙ্গে কথা হয়। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমাদের কাউন্টার থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বাস চলাচল করে থাকে। হরতাল-অবরোধে আমাদের পক্ষে যাত্রীর অভাবে কাউন্টার থেকে গাড়ি চালানো সম্ভব হতো না। সেই তুলনায় আজ সকাল থেকে ভালো যাত্রী পাচ্ছি। আশা করছি আগামীকালও এমনই যাত্রীর চাপ থাকবে।’

একই বাসস্ট্যান্ডের সাকুরা পরিবহনের ব্যবস্থাপক হেলাল মুন্সী সারাবাংলাকে বলেন, ‘আমাদের কাউন্টার থেকে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলায় বাস চলাচল করে। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ১০টি গাড়ি কাউন্টার ছেড়ে গেছে। আশা করছি আরও কমপক্ষে ১০টি গাড়ি কাউন্টার থেকে ছেড়ে যেতে পারবে।’

এদিন রাজধানীর মিরপুর রোডের বিভিন্ন মোড়ে মোড়ে গণপরিবহনের জটলা তৈরি হতেও দেখা যায়। যা গত কয়েক সপ্তাহের মধ্যে দেখা মেলেনি।

গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকারী (দারুস সালাম ট্রাফিক পুলিশ বক্স) ট্রাফিক সার্জেন্ট সাহেন রেজা সারাবাংলাকে বলেন, ‘অন্য দিনের চেয়ে শুক্রবারে এমনিতেই যান চলাচল একটু বেশি হয়ে থাকে। তবে আজ অন্য শুক্রবারের চেয়ে যাত্রীবাহী যানবাহনের সংখ্যা কিছুটা বেশি মনে হচ্ছে। তবে সড়কে বিশৃঙ্খলা নেই। আমরা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এমও

টপ নিউজ দূরপাল্লা যানবাহন রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর