Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে প্রজাপতি মেলা

জাবি করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৩ ১৭:৪৭

জাবি: ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত ১৩তম প্রজাপতি মেলার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরুল আলম। বিকাল ৪টা পর্যন্ত চলে এই মেলা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মো. নূরুল আলম বলেন, ‘প্রজাপতি মেলা সবার কাছে প্রিয় হয়ে উঠেছে। প্রজাপতি মেলায় প্রজাপতির আদলে যে সব প্রদর্শনী হচ্ছে তা শিশুদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। শিশুদের খুবই উৎফুল্ল দেখাচ্ছে। তাদের হাস্যোজ্জ্বল অংশগ্রহণই বলে দিচ্ছে প্রজাপতি মেলার সার্থকতা।’

দর্শনার্থী, বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণকারী, প্রজাপতি বিশেষজ্ঞসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রাণ-প্রকৃতি সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

মেলার আহ্বায়ক অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, ‘প্রজাপতি হলো একটি ছোট্ট নান্দনিক প্রাণী যা মানুষকে আনন্দ দেয়। দিনে দিনে এই প্রাণীটি প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১১০ প্রজাতির প্রজাপতি পাওয়া যেত। এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৭ প্রজাতিতে। মানুষের মাঝে প্রজাপতির গুরুত্ব বোঝানো এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই মেলার আয়োজন।’

এ বছর বন্যপ্রাণী ও প্রজাপতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৩’, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. জহির রায়হানকে ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট-২০২৩’ অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং প্রিন্ট, অনলাইন ও ব্রডকাস্ট এই তিন ক্যাটাগরিতে তিন জনকে মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত ছিলেন কিউট প্যাভিলিয়নের ইনচার্জ, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খানসহ অনেকে।

সারাবাংলা/এনইউএস/এমও

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রজাপতি মেলা