Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চু আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৩ ১৭:২৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ ১৯:৩৯

ঢাকা: বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে আটক করেছে র‌্যাপিড অ্যাশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গাজীপুরের ধীরাশ্রাম নামক স্থান থেকে র‌্যাব তাকে আটক করে বলে জানায় বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরী।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উপদেষ্টা ডা. রফিকুল ইসলাম বাচ্চু জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবী সমাবেশ ও মিছিল শেষে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হন। দুপুর দেড়টার দিকে গাজীপুরের ধীরাশ্রম নামক স্থান থেকে র‍্যাবের একটি দল তাকে আটক করে।

এদিকে, পেশাজীবী নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক প্রফেসর ডা: এজেডেম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী। বিবৃতি অবিলম্বে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নি:শর্ত মুক্ত দাবি করেন তারা।

সারাবাংলা/এজেড/এনইউ

আটক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর